• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুলবাড়ীতে শহীদ দিবসে সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ ফেরুয়ারী, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:০৬ পিএম
ফুলবাড়ীতে শহীদ দিবসে
সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা নিবেদন

জাকারিয়া মিঞা, ফুলবাড়ী প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করেছেন ফুলবাড়ী উপজেলার সর্বস্তরের জনগন।

একুশের প্রথম প্রহরে ফুলবাড়ী কেন্দ্রীয় শহীদ মিনারে বিনম্র শ্রদ্ধার সাথে ধারাবাহিক ভাবে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস  ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী সরকার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন। বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ী উপজেলা শাখার পক্ষে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, ফুলবাড়ী থানার ওসি ফজলুর রহমানের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন ফুলবাড়ী থানা পুলিশ। শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাসদ, উপজেলা স্বাস্থ্য বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কুড়িগ্রাম-লালমনির হাট পল্লী বিদ্যুৎ সমিতি, ফুলবাড়ী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব, স্বপ্ন সিঁড়ি সমাজ কল্যাণ সংস্থাসহ বিভিন্ন সংগঠণের নেতৃবৃন্দ। এরপর ভাষা শহীদদের স্মরণ করে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

নিরবতা পালন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর  রহমানসহ ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনু্ষ্ঠিত হয়। মোনাজাত শেষে একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের সঞ্চালক প্রভাষক জাকারিয়া মিঞা দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের গৃহীত দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন এবং গৃহীত সকল কর্মসূচী যথাযোগ্য মর্যাদায় পালনের আহ্বান জানিয়ে একুশের প্রথম প্রহরের কর্মসূচীর সমাপ্তি ঘোষণা করেন।

সকাল ৮ টায় শহীদ মিনারে পুষ্পার্ঘ‍্য অর্পন করে ফুলবাড়ী ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, জছি মিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়, সবুজ বাংলা কিন্ডার গার্টেন, নিউ শুভেচ্ছা কিন্ডার গার্টেন, ফাতেমা প্রিক‍্যাডেট স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন। সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন।

উপজেলা নির্বাহী অফিসার সুমন দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব‍্য রাখেন উপজেলা চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার, ওসি ফজলুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান শেখ, শিক্ষা অফিসার আকবর কবীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, কৃষি ব‍্যাংকের ম‍্যানেজার জগলুল কবীর, জছি মিঞা সরকারি উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী প্রমূখ।

সভাটি সঞ্চালনা করেন প্রভাষক জাকারিয়া মিঞা। এতে সকল দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাগণ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক শিক্ষার্থী, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image