• ঢাকা
  • মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৭ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সন্ধ্যার জন্য মন পোড়ে নসুর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৭ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০৯ পিএম
সন্ধ্যার জন্য মন পোড়ে নসুর
নসু আর সন্ধ্যাতারা

বিনোদন ডেস্ক : হাওরে ট্রলার চালায় নসু মাঝি। জামাল মিয়ার আটটি ট্রলারের মধ্যে একটির দায়িত্ব নসুর। বিকেল হলে নদীতে যখন ঢেউ বাড়ে, নসুর তখন সন্ধ্যার জন্য মন পোড়ে। 

সন্ধ্যার কথা ভাবতে ভাবতেই তার দিন যায়, রাত পোহায়। নসু মাঝি অবশ্য তাকে সন্ধ্যা বলে ডাকে না, ডাকে সন্ধ্যাতারা নামে। চুরি করে স্টুডিওতে ছবি তোলা, গ্রামের হাটে জিলাপি কেনা, আলতা পরানো– ভালোই কাটে নসু আর সন্ধ্যাতারার।

বাড়ে একে অন্যের প্রতি মায়া। এমন গল্প নিয়ে নির্মিত টেলিছবি ‘সন্ধ্যা নামে নদীটা’। বিস্তীর্ণ হাওরের এই দু’জন মানুষকে ঘিরে একটি টেলিছবি রচনা ও নির্মাণ করেছেন হিমু আকরাম। এতে নসু চরিত্রে শ্যামল মাওলা আর সন্ধ্যা হলেন মিহি আহসান। পুরো টেলিছবির দৃশ্যধারণ হয়েছে কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রামে। শ্যামল-মিহি ছাড়াও এতে অভিনয় করেছেন আশীষ খন্দকার, ম ম মোরশেদ, শম্পা নিজাম, শতাব্দী ওয়াদুদ, হেদায়েত নান্নু প্রমুখ। ঈদে আরটিভিতে প্রচার হবে টেলিছবিটি।

হিমু আকরাম বলেন, এটি একটি রহস্যময় গল্প। যে গল্পটা চলতে চলতে মিশে যায় হাওরের জলে। গল্প বলার ক্ষেত্রে আমি সবসময় অনেক লেয়ার খুঁজি। এখানেও সেটিই চেষ্টা করেছি।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image