• ঢাকা
  • শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৬ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:৩৬ পিএম
মিঠামইনে বিনামূল্যে ল্যাপটপ পেলেন ৮০ নারী
বিনামূল্যে ল্যাপটপ

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইনে ফ্রিল্যান্সার উদ্যোগতা প্রশিক্ষণ শেষে ৮০জন নারীর মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। 

বুধবার (৬ মার্চ) দুপুরে মিঠামইন রাষ্ট্রপতি আবদুল হামিদ অডিটোরিয়ামে প্রশিক্ষণার্থীদের মাঝে এসব ল্যাপটপ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া। 

খোঁজ নিয়ে জানা যায়, প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন' প্রতিপাদ্য নিয়ে মিঠামইনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর 'হার পাওয়ার প্রকল্পে'র অধীনে ৬মাস ব্যাপী ফিল্যান্সার প্রশিক্ষণ আয়োজন করে। গত বছর ১৭অক্টোবর থেকে এই প্রশিক্ষণ শুরু হয়। মিঠামইন উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮০জন শিক্ষিত নারী অংশ গ্রহণ করেন। 

প্রশিক্ষণে গ্রাফিকস ডিজাইন, ওয়েভ ডিজাইন, ডিজিটাল মার্কেটিং বিষয়ে বিনামূল্যে প্রশিক্ষণ ও দেওয়া হয়। ল্যাপটপ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মিঠামইন ইউপি চেয়ারম্যান এডভোকেট শরীফ কামাল, প্রজেক্ট ম্যানেজার রিয়াজুল ইসলাম টিটু, সহকারী প্রোগ্রামার (আইসিটি আইসিটি হার পাওয়ার প্রজেক্ট) আনোয়ার হোসেন, প্রকৌশলী জায়েদ হোসেন (আইসিটি হার পাওয়ার প্রজেক্ট), প্রশিক্ষণার্থী আফরোজা ইয়াসমিন, সাদিয়া আক্তার প্রমুখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image