মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : টাকা মুক্তিপনের জন্য সংঘটিত অপহরণের ২৪ ঘন্টার মধ্যে সাত বছরের অপহৃত শিশুকে উদ্ধার করেছে কিশোরগঞ্জের মিঠামইন থানা পুলিশ। একই সাথে এই ঘটনায় জড়িত অপহরণ চক্রের প্রধান মোঃ রাকিবুল ইসলাম কে গ্রেফতারের অভিযান চলছে বলে জানিয়েছেন পুলিশ।
শিশুর অভিভাবক ও পুলিশ জানায়, মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মোঃ দারুল ইসলাম এর সাত বছরের শিশু সন্তান খোকা মিয়া(০৭) কে সোমবার (৪ ডিসেম্বর) দুপুরে বাড়ি থেকে বাজারে নিয়ে যাওয়ার কথা বলে অপহরণ করা হয়। সন্ধ্যায় শিশু খোকা মিয়াকে পাওয়া না গেলে অপহরণ চক্রের প্রধান মোঃ রাকিবুল ইসলাম মুঠোফোনে টাকা দাবি করেন এবং বিভিন্ন ভয়ভীতি দেখান।
অভিযোগ পাওযার পর মিঠামইন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আহসান হাবীব এর নির্দেশনায় এসআই মোঃ সুজায়েত হোসেন এর নেতৃত্বে একটি দল অপহরণকৃত শিশু উদ্ধার এবং অপহরণ চক্র কে ধরার জন্য মাঠে নামে।
পরবর্তী সময়ে ঘটনার ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার (০৫ ডিসেম্বর) রাত ১১ টার দিকে গাজীপুর জেলার জয়দেবপুর জাতীয় মসজিদের সামন থেকে শিশু মোঃ খোকা কে উদ্ধার করে পুলিশ।
উক্ত ঘটনার অভিযুক্ত মোঃ রাকিবুল ইসলাম কে গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: