
ডেস্ক রিপোর্টার: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আওয়ামী লীগ সরকার মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি করে জনগণের বারোটা বাজিয়ে দিচ্ছে। দুর্নীতি ও অর্থ পাচারের কারণে দেশের অর্থনীতি ক্রমেই খারাপের দিকে ধাবিত হচ্ছে।
শনিবার (১৪ মে) বিকেলে সিলেটের শহীদ সোলেমান হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপি আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ‘সরকার মাথাপিছু আয় বাড়ার কথা প্রচার করে জাতির সঙ্গে প্রতারণা করছে। অথচ একটা শিশু ভূমিষ্ঠ হওয়ার আগেই ৪৯২ ডলার ঋণের বোঝা মাথায় নিয়ে জন্ম নিচ্ছে। সেটা তারা প্রচার করছে না। অবৈধভাবে ক্ষমতা পাকাপোক্ত করতে সরকার আজ একঘরে হয়ে আছে। বিশ্বে আজ দেশের কোনো বন্ধু নেই। জাতি হিসেবে এটা আমাদের জন্য লজ্জার।’
মির্জা আব্বাস আরও বলেন, ‘সরকারের অর্থমন্ত্রী বলেছেন, যে টাকা গেছে তা ফেরত আসবে। অথচ মন্ত্রী মেরে দেওয়া টাকার কথা কিন্তু কিছু বলেননি। তারা জানে কারা টাকা মেরে দিয়েছে, কারা টাকা পাচার করেছে। সরকারের পৃষ্ঠপোষকতায় দেশে দুর্নীতি, লুটপাট ও বিদেশে টাকা পাচার হয়েছে।’
তিনি বলেন, ‘দেশে আগের মতো যেমন পরিবেশ নেই, তেমনি আগের বিএনপিও এখন নেই। আর কোনো হামলার ঘটনা হলে কাউকে ছাড় দেওয়া হবে না। সর্বত্র প্রতিরোধ গড়ে তুলতে হবে। সাহস থাকলে গুলি চালাবে, আমরা রাজপথ ছেড়ে যাব না।’
তিনি বলেন, এই নির্বাচন কমিশন ও সরকারের অধীন বিএনপি নির্বাচনে যাবে না। যারা যাবে তারা আওয়ামী লীগের দোসর।
বিক্ষোভ সমাবেশে জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর পরিচালনায় সমাবেশে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: