
বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি: মিঠামইন উপজেলার গোপদিঘী ইউনিয়নের শামপুর গ্রামের রাজীব (৩৫) নামে অটোচালক গত ১২ই মে শুক্রবার রাতে অটো চার্জ দিতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায়।
রাজীব গোপদিঘী ইউনিয়নের শাম পুর গ্রামের আবদুল মন্নাছ মিয়ার পুএ।এ ব্যাপারে মিঠামইন থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় সে তার বাড়ির পাশে নিজস্ব অটো গ্যারেজে আটো চার্জ দিতে গিয়ে বিদ্যুতের শর্ট খেয়ে মৃত্যু বরণ করেন।
পরে মিঠামইন উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার রাতেই তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্ত না করে রাতে নিজ বাড়ি শাম পুরে নিয়ে দাফন করে।
মিঠামইন থানার ওসি কলিন্দ্রনাথ গোলদার জানান, লাশের ময়নাতদন্ত করা হয় নাই।পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নাই।স্হানীয় লোকজন ও এম,পি মহোদয়ের নির্দেশে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: