
নুরনবী সরকার, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল বন্দরে শ্রমিকরা বিভিন্ন দাবীতে ধর্মঘটের ডাক দিয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয় এ ধর্মঘট। এ সময় শ্রমিকরা বুড়িমারী-লালমনিরহাট মহাসড়ক অবরোধ করলে কার্যত অচল হয়ে পড়ে দেশের এ বৃহত্তম স্থল বন্দর।
শ্রমিকরা জানান, ভারত -বাংলাদেশের ট্রাকের পণ্য লোড অনলোডে শ্রমিকরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায় মজুরী থেকে বঞ্চিত। ২৪ জন শ্রমিক সদার্রের মাধ্যমে শ্রমিকদের মজুরী চলে যায় ঠিকাদারী প্রতিষ্ঠানসহ বিভিন্নজনের কাছে। ফলে শ্রমিকরা তাদের ন্যায় মজুরীর দাবীতে ধর্মঘটের ডাক দেয়। এ সময় তারা বিক্ষোভ মিছিলসহ সড়কও অবরোধ করেন।
পরবর্তীতে বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু শ্রমিকদের প্রতিবাদ সমাবেশে যোগ দেন। তিনি সমাবেশ শ্রমিকদের প্রতিশ্রুতি দেয় শনিবার সন্ধ্যার মধ্যে আলোচনা করে সকল সমস্যার সমাধান করবেন। বুড়িমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাহাজুল ইসলাম মিঠু'র এমন প্রতিশ্রুতি পেয়ে দুপুরে শ্রমিকরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন।
পাটগ্রাম থানার ওসি ওমর ফারুক জানান, শ্রমিকরা বিভিন্ন দাবীতে সড়ক অবরোধসহ সমাবেশ করেন। পরে তাদের মধ্যে সমঝোতা শর্তে শ্রমিকরা তাদের কর্মসুচী প্রত্যাহার করেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: