
নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শান্তিপূর্ণভাবে যাতে দুর্গাপূজা হয় সে ব্যবস্থা নিয়েছে সরকার।আমরা এই মাটির সন্তান-সব ধর্ম বর্ণের মানুষ যার যার অধিকার নিয়ে চলবে এখানে। কেউ কারও ওপর হস্তক্ষেপ করবে না।
রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে রোববার (২২ অক্টোবর) সনাতন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় অনুষ্ঠান দুর্গাপূজায় সকলকে শুভেচ্ছা জানিয়ে এসব কথা বলেন তিনি।
অতীতে হিন্দু সম্প্রদায়ের ওপর অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। বার বার হামলা হয়েছে কিন্তু আওয়ামী লীগ সব সময় তাদের পাশে ছিল এবং আমরা পাশে আছি বলে জানান শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী আরও বলেন, দেশে ৩২ হাজারের ওপর পূজামণ্ডপে পূজা হচ্ছে, সবখানেই শান্তিপূর্ণভাবে হচ্ছে। আইনশৃঙ্খলাবাহিনী তাদের দায়িত্ব পালন করছে। আমাদের যতটুকু করার সেটুকু করেছি। আমাদের নেতাকর্মী, আইনশৃঙ্খলা বাহিনী প্রত্যেকেই আপনাদের পাশে আছে। কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: