• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টেস্ট ক্রিকেট থেকে রুবেলের অবসর  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০৫:১৬ পিএম
টেস্ট ক্রিকেট  রুবেলের অবসর  
ডান-হাতি পেসার রুবেল হোসেন

নিউজ ডেস্ক :বাংলাদেশের ডান-হাতি পেসার রুবেল হোসেন টেস্ট ক্রিকেট থেকে অবসরের ঘোষনা দিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড অ্যাকাউন্টে এ খবর জানিয়েছেন ৩২ বছর বয়সী রুবেল। 

নিজের অবসর নিয়ে আজ ফেসবুকে এক স্ট্যাটাসে রুবেল লিখেন, ‘আসসালামু আলাইকুম আমি একটা বিষয় একটু জানাতে চাই! আজকে বিসিবিতে আনুষ্ঠানিক চিঠি দিয়ে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিলাম।’

তরুণদের সুযোগ দিতেই টেস্ট ক্রিকেট ছাড়ার সিদ্বান্ত উল্লেখ করে রুবেল বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার ক্ষেত্রে লংগার ভার্সন টুর্নামেন্টগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমি মনে করি এই টুর্নামেন্টগুলোতে তরুণ পেসাররা যত বেশি সুযোগ পাবে, আমাদের পাইপলাইন তত মজবুত হবে। তাই তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ করে দেয়ার জন্য, আমি লাল বলের ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।’

২০০৯ সালের জুলাইয়ে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে  টেস্ট অভিষেক হয় রুবেলের। অভিষেক টেস্টের দুই ইনিংসে ১২১ রানে ৩ উইকেট নেন তিনি।  ম্যাচটি  ৯৫ রানে জিতেছিলো বাংলাদেশ। 

২০২০ সালের ফেব্রুয়ারিতে রাওয়াপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেন রুবেল। ঐ টেস্টে এক ইনিংস বল করে ১১৩ রানে ৩ উইকেট নেন তিনি। টেস্টটি ইনিংস ও ৪৪ রানে হারে টাইগাররা।

দেশের হয়ে ২৭ টেস্টের ৪৪ ইনিংসে ৩৬ উইকেট শিকার করেছেন রুবেল। ইনিংসে একবার পাঁচ বা ততোধিক উইকেট আছে এই পেসারের। ইনিংসে তার সেরা বোলিং ফিগার ১৬৬ রানে ৫ উইকেট। 

২০১০ সালের ফেব্রুয়ারিতে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২৯ ওভার বল করে টেস্ট ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার দাঁড় করান রুবেল। তার বোলিং গড়- ৭৬ দশমিক ৭৭ এবং ইকোনমি ৩ দশমিক ৯২। 

দেশের মাটিতে ১৫ টেস্টের ২৫ ইনিংসে ১৪টি ও বিদেশের মাটিতে ১২ টেস্টের ১৯ ইনিংসে ২২ উইকেট নেওয়া   রুবেল ব্যাট হাতে ২৬৫ রান করেছেন ।
আর প্রথম শ্রেনির ক্রিকেটে বল হাতে ৬০ ম্যাচে ৯৭ উইকেট এবং  ব্যাট হাতে করেন ৫৫৫ রান করেছেন  এই পেসার। 

দেশের হয়ে টেস্ট ক্রিকেটে যা অর্জন, তাতে খুশি রুবেল। তিনি বলেন, ‘বাংলাদেশের হয়ে  ২৭টি টেস্ট ম্যাচ খেলার সৌভাগ্য হয়েছে আমার। যা আমার ক্যারিয়ারের অন্যতম অর্জন।’

টেস্ট ক্রিকেটের এমন অর্জনের পেছনে যাদের সহায়তা ছিলো, তাদের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন রুবেল, ‘ লাল বলে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের এই পথচলায় আমাকে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। আশা করছি সামনের দিনগুলোতে আপনাদের পাশে পাবো।’

টেস্ট ক্রিকেট থেকে বিদায় নিলেও, ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলে যাবেন রুবেল। সাদা বলের দুই ফরম্যাটে বাংলাদেশের ঘরোয়া লিগেও খেলবেন তিনি, ‘টেস্ট থেকে বিদায় নিয়েছি। তবে, ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশ জাতীয় দলকে আমার আরো কিছু দেয়ার মত সামর্থ্য আছে। তাই ডিপিএল, বিপিএলসহ অন্যান্য সাদা বলের টুর্নামেন্টে আমি নিয়মিত খেলা চালিয়ে যাবো। আমার জন্য দোয়া করবেন। সাদা বলের বাকি জীবনে আপনাদের যেন রঙিন স্বপ্ন উপহার দিতে পারি।’
দেশের হয়ে ১০৪টি ওয়ানডেতে ১২৯ উইকেট ও ২৮টি টি-টোয়েন্টিতে ২৮ উইকেট নিয়েছেন রুবেল। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image