
মোঃ নজরুল ইসলাম, মক্কা সৌদি আরব থেকে: মোঃ আব্দুস সোবাহান আকন্দ (৭৫) নামে এক ওমরা হাজী মক্কা নগরীতে মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১২টা ৫ মিনিটে হাসপাতালে ইন্তেকাল করেছেন লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর ত্রিপুরা গ্রামের মৃত তোফায়েল আহমেদের পুত্র। মৃত্যুকালে তিনি তিন পুত্র ও এক কন্যাসহ নাতি-নাতনি রেখে গেছেন।
সংশ্লিষ্ট ওমরা হজ্ব কাফেলার মোয়াল্লেম নাসির বিশ্বাস জানান, বরগুনা জেলার আমতলী উপজেলার উত্তর ত্রিপুরা গ্রামের মোঃ আব্দুর রহমান আকন্দ সহ তাদের ওমরা হজ্জ কাফেলার ২৫ জন ওমরা হজ যাত্রী গত ২১ ফেব্রুয়ারি রাত ৮ টা ১০ মিনিটে বিমান যোগে জেদ্দা হয়ে মক্কায় পৌঁছেন।
তারা মক্কা নগরীর মিস ফেলায় হোটেলে অবস্থান করছিল। পূর্বে শ্বাসকষ্ট থাকায় শ্বাসকষ্ট বৃদ্ধি পাওয়ায় স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার গভীর রাত ইন্তেকাল করেন। মরহুম আবদুস সোবহান আকন্দের পরিবারের সদস্যের অনুমতি সাপেক্ষে মক্কায় আনুষ্ঠানিকতা শেষে জানাযার পর মক্কা নগরীর কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: