• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে আদালতে মামলা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৭:৪৩ পিএম
হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন
সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী

নিউজ ডেস্ক:  চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের বর্তমান সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও সাংবাদিককে মারধর-নাজেহালের অপরাধে আদালতে মামলা করা হয়েছে। আগামী ৩ জানুয়ারির মধ্যে তাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দেবের আদালতে বাঁশখালী উপ‌জেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বাদী হয়ে এ মামলা করেন।

চট্টগ্রাম জেলা পিপি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী বলেন, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন এবং সাংবাদিকদের নাজেহালের অপরাধে নির্বাচনী আচরনবিধি আইনের ৮(খ) ধারায় মোস্তাফিজুর রহমান চৌধুরীর নাম উল্লেখসহ অজ্ঞাত ২০ থেকে ৩০ জনকে আসামি করে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

আদালত বাদী মো. হারুন মোল্লার জবানবন্দি গ্রহণ ও রিটার্নিং অপরাধ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন বলে জানান তিনি।

বাঁশখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. হারুন মোল্লা বলেন, নির্বাচন ক‌মিশনের নির্দেশে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলা করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image