• ঢাকা
  • শনিবার, ১১ শ্রাবণ ১৪৩১ বঙ্গাব্দ; ২৭ জুলাই, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রোহিঙ্গাদের তিন কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা প্রদান করল ইইউ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১৭ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:১৯ পিএম
বিশেষ করে আশ্রয়, তাঁবু, পানি ও অবকাঠামো উন্নয়ন
কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

নিউজ ডেস্ক:  রোহিঙ্গাদের সহায়তায় তিন লাখ ইউরো বা তিন কোটি ৫৮ লাখ ৫৬ হাজার টাকা বরাদ্দ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই অর্থ কক্সবাজারের ক্যাম্পে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত রোহিঙ্গারা পাবেন। ইউরোপিয়ান এক্সটারনাল অ্যাকশন সার্ভিসের ওয়েবসাইটে বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। 

গত ৭ জানুয়ারি অগ্নিকাণ্ডে রোহিঙ্গা ক্যাম্পে অন্তত পাঁচ হাজার মানুষ আশ্রয়হীন হয়ে পড়েন। এ অর্থ তাদের জীবনমান উন্নয়নে ব্যবহৃত হবে। বিশেষ করে আশ্রয়, তাঁবু, পানি ও অবকাঠামো উন্নয়নে এ তহবিল কাজে লাগানো হবে। এই সহায়তার অর্থ ব্যয় করা হচ্ছে জাতিসংঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) মাধ্যমে। 

কক্সবাজারে রোহিঙ্গাদের সবচেয়ে ঘনবসতিপূর্ণ ক্যাম্পগুলোর একটি হলো ক্যাম্প-৫। আগুনে ক্যাম্পটির প্রায় ৯৫০টি ঘর পুড়ে যায়। তাছাড়া ক্ষতিগ্রস্ত হয়- একটি স্বাস্থ্য কেন্দ্র, ১৫টি শিক্ষাকেন্দ্র ও অসংখ্য শৌচাগার। তবে স্বেচ্ছাসেবকদের সহায়তা ও ফায়ার ব্রিগেডের দ্রুত হস্তক্ষেপের কারণে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
  
রোহিঙ্গা সংকট মোকাবিলায় গত বছর বাংলাদেশকে মানবিক সহায়তা হিসেবে ৩ কোটি ৮০ লাখ ইউরোর বেশি অর্থ সহায়তা দিয়েছিল ইইউ।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image