
রিপন সরকার, খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার বর্তমান সরকারে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
সোমবার (৬ মার্চ) দিনব্যাপী মাটিরাঙ্গা উপজেলায় পার্বত্য চট্রগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে গোমতী খালের উপর ৮০ মিটার পিসি গার্ডার ব্রীজ, সফিটিলা ব্রীজ, বেলছড়ি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল, বেলছড়ি উচ্চ বিদ্যালয়ের নব নির্মিত ভবন, সদর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুর্যাল, গকুল মনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার সহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর স্মৃতি অম্লান ও শ্রদ্ধা জানাতেই বঙ্গবন্ধুর ম্যুরাল চিত্র স্থাপন করা হয়েছে জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান তিনি।
একই দিন বিকালে বেলছড়ি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, নবীন বরন ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
এ সময় খেদাছড়া ব্যাটালিয়ন পলাশপুর জোনের জোন অধিনায়ক লেঃ কর্ণেল সোহেল আহমেদ, পিএসসি, মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য হিরন জয় ত্রিপুরা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য শুভ মঙ্গল চাকমা, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: জাকারিয়া, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সুবাস চাকমা, বেলছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: রহমত উল্লাহ, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেমেন্দ্র ত্রিপুরা, বড়নাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: ইলিয়াস হোসেন, তাইন্দং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পেয়ার আহমেদ মজুমদার, গোমতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মনির হোসেন, বেলছড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম সহ আওয়ামী লীগ যুবলীগের সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: