• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

আব্দুস সালামকে পরিকল্পনা মন্ত্রী করায় ময়মনসিংহে বইছে আনন্দের বন্যা 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:৪৯ পিএম
আব্দুস সালামকে পরিকল্পনা মন্ত্রী করায় ময়মনসিংহে বইছে আনন্দের বন্যা 
আব্দুস সালাম

মোঃ নজরুল ইসলাম, ময়মনসিংহ প্রতিবেদক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসডিএসপি অব:)

মন্ত্রিসভায় পরিকল্পনা মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন। এর মধ্য দিয়ে স্বাধীনতার পর এই প্রথমবারের মতো মন্ত্রী পেল নান্দাইলবাসী। বর্তমান সরকারে ময়মনসিংহ জেলাবাসী পূর্ণ মন্ত্রী পাওয়ায় আওয়ামী লীগ, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাব ও ১৪ দল সহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংস্কৃতি সংগঠনসহ সর্বস্তরের মানুষের মাঝে বইছে আনন্দের বন্যা। 

গত ৭ জানুয়ারি নান্দাইল আসন থেকে নৌকা প্রতীক নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন নান্দাইল উপজেলা আওয়ামীলীড়ের সভাপতি মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসডিএসপি অব:)। গত বুধবার সদ্য সমাপ্ত নির্বাচনে বিজয়ীদের সকল সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

নান্দাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শাহান বিষয়টি নিশ্চিত করে জানান, স্বাধীনতার পর নান্দাইলের জনগন কোন মন্ত্রী পায়নি। এবার আমরা নান্দাইলবাসী একজন পূর্ন মন্ত্রী পেয়েছি। নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুস সালামের মাধ্যমে আমাদের বহুল কাঙ্খিত সাধ পূরণ হলো। 

সদ্যসমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে মেজর জেনারেল আব্দুস সালাম (নৌকা প্রতীক) ৮২ হাজার ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হন এবং তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী (স্বতন্ত্র) ঈগল প্রতীক আনোয়ারুল আবেদীন খান তুহিন ৬৩ হাজার ১০০ ভোট পেয়ে পরাজিত হন। উল্লেখ্য, মেজর জেনারেল আব্দুস সালাম ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার রসুলপুর গ্রামে ১৯৪২ সালের ২৮ ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর জেনারেল পদে কর্মরত অবস্থায় অবসর গ্রহণ করেন। পরে অবসরে এসে বাংলাদেশ আওয়ামী লীগে যোগদান করেন এই সাবেক দুই বারের সংসদ সদস্য মেজর জেনারেল আব্দুস সালাম (আরসিডিএসপিএসসি অব:)। বর্তমানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। তিনি বিগত ১৫৪ ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে (নৌকা প্রতীকে) সপ্তম জাতীয় সংসদ নির্বাচন (১৯৯৬ সালের ১২ জুন) প্রতিদ্বন্দ্বী প্রার্থী জহুরুল ইসলাম খান জাতীয় পার্টি (লাঙ্গল প্রতীক) তুলনায় ১১হাজার ৬৬০ ভোট বেশী ও নবম জাতীয় সংসদ নির্বাচনে (২০০৮ সালের ২৯ ডিসেম্বর ) প্রতিদ্বন্দ্বী প্রার্থী খুররম খান চৌধুরী বিএনপি (ধানের শীষ) তুলনায় ৭০ হাজার ৪৬৬ ভোট বেশি পেয়ে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন (৭ জানুয়ারি ২০২৪) নৌকা প্রতীক নিয়ে তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী স্বতন্ত্র (ঈগল প্রতীক) আনোয়ারুল আবেদীন খান তুহিনকে পরাজিত করে ১৯হাজার ২৭১ বেশী পেয়ে তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন।

টানা চতুর্থবার ও পঞ্চম বারের মত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠন করায় এবং নয়া পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালামসহ মন্ত্রিপরিষদের সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামীলীগ সভাপতি মোঃ ইকরামুল হক টিটু, ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা প্রকৌশলী নুরুল আমিন কালাম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এফ এম এ সালাম ও  সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম এবং  নান্দাইল প্রেসক্লাবের সভাপতি মোঃ এনামুল হক বাবুল প্রমূখ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image