• ঢাকা
  • বুধবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৫ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ভারতকে শাস্তি দিলো আইসিসি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১২ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৩:৩১ পিএম
আইসিসি
ভারতকে শাস্তি দিলো

নিউজ ডেস্ক : টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শেষে ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন এই নিষেধাজ্ঞা আরোপ করেন। নির্দিষ্ট সময়ের থেকে ভারত বোলিং শেষ করতে ৫ ওভার পিছিয়ে ছিল। অন্যদিকে ৪ ওভার ছিল অস্ট্রেলিয়া। 

আইসিসির নিয়ম অনুযায়ী, আচরণবিধির ২.২২ ধারা মোতাবেক খেলোয়াড়দের ম্যাচ ফির ২০ শতাংশ করে জরিমানা করেছে আইসিসি। দুই দলের অধিনায়ক রোহিত শর্মা ও প্যাট কামিন্স নিষেধাজ্ঞা মেনে নেয়ায় শুনানির আর প্রয়োজন নেই। 

দলীয় শাস্তির বাইরেও লেভেল ১ ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা গুনতে হবে শুভমান গিলকে। সঙ্গে এক ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে উদীয়মান এই ব্যাটারের নামের পাশে। 

গত দুই বছরের মধ্যে এটি শুভমানের প্রথম অপরাধ। ভারতীয় ব্যাটার শাস্তিটি পেয়েছেন সামাজিক মাধ্যমে আম্পায়ারের সিদ্ধান্তের সমালোচনা করায়। এজন্য গিলকে আচরণবিধি ২.৭ ধারা ভঙ্গ করায় শাস্তি দিয়েছে আইসিসি। 

ধারাটি হচ্ছে, আন্তর্জাতিক ম্যাচে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে জনসাধারণের সমালোচনা বা অনুপযুক্ত মন্তব্য করা সম্পর্কিত।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image