• ঢাকা
  • শনিবার, ২১ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৪ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ঢাকায় হাইকমিশন স্থাপনের ঘোষণা সিঙ্গাপুরের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩২ পিএম
ঢাকায় হাইকমিশন স্থাপনের ঘোষণা সিঙ্গাপুরের
সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন- পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

নিউজ ডেস্ক : সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ড. ভিভিয়ান বালাকৃষ্ণন ঢাকায় কনস্যুলেটকে হাইকমিশনে উন্নীত করার ঘোষণা দিয়েছেন। বুধবার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকে ড. ভিভিয়ান বালাকৃষ্ণন এ ঘোষণা দেন।

জাতিসংঘ সদর দফতরে সংস্থাটির সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এসময় দুই মন্ত্রী দুই দেশের দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
 
ড. মোমেন বলেন, ঢাকায় সিঙ্গাপুরের হাইকমিশন স্থাপিত হলে উভয় দেশই উপকৃত হবে।
 
বাংলাদেশে সিঙ্গাপুরের বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলগুলোতে সিঙ্গাপুর বিনিয়োগের সুযোগ নিতে পারে। এতে উভয় দেশই লাভবান হবে। উভয় মন্ত্রী দুদেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির বিভিন্ন দিক নিয়েও আলোচনা করেন।
 
বাংলাদেশ-সিঙ্গাপুর ১৯৭২ সালের ১৬ ফেব্রুয়ারি কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে। কূটনৈতিক সম্পর্ক স্থাপনের পর ১৯৭৩ সালে দেশটির সঙ্গে একটি বাণিজ্য কমিশন করে বাংলাদেশ। পরবর্তী সময়ে ১০ বছর পর একজন আবাসিক হাইকমিশনারের নেতৃত্বে দেশটিতে ১৯৮৩ সালে একটি পূর্ণাঙ্গ কূটনৈতিক মিশন খোলে বাংলাদেশ। অন্যদিকে ১৯৯৭ সালের ১৫ ডিসেম্বর ঢাকায় কনস্যুলেট অফিস খোলে সিঙ্গাপুর।
 
২৬ বছর পর ঢাকায় কনস্যুলেট অফিস খোলার পূর্ণাঙ্গ মিশ‌নের ঘোষণা এলো সিঙ্গাপু‌রের পক্ষ থে‌কে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image