গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীর পল্লীতে বিদ্যুৎস্পৃৃষ্টে রায়হান মিয়া (১৩) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে। নিহত রায়হান মিয়াস্থানীয় ফকিরহাট দ্বি-মুখি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র এবং একই ইউনিয়নের ঝাকুয়া পাড়া গ্রামের রুস্তম মিয়ার ছেলে।
শনিবার (০৫ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মনোহরপুর ইউনিয়নের ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার ৮ নম্বর মনোহরপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আব্দুল ওহাব রিপন বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় স্থানীয়রা জানায়, ঘোড়াবান্ধা চৌরাস্তা বাজারে রায়হান মিয়া তার বাবার দোকানে ছিল। সন্ধা থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছিল। রাতে দোকান বন্ধ করার সময় বিদ্যুতের লাইন বন্ধ করার সময় অসাবধানতায় বিদ্যুতায়িত হয়। এসময় আশেপাশেরর লোক এসে, রায়হানকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকানিউজ২৪.কম / জেডএস
আপনার মতামত লিখুন: