• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ইরানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৫ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:০৫ পিএম
ইরানে শক্তিশালী
ভূমিকম্পের আঘাত

আন্তর্জাতিক ডেস্ক : জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানায়, ইরানে রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। (খবর রয়টার্স)। ইরানে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হেনেছে মঙ্গলবার (৫ মার্চ)। 

জিএফজেড বলেছে, ভূমিকম্পের উৎসস্থল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

সংশ্লিষ্টরা বলছেন, শক্তিশালী সব ভূমিকম্প আঘাত হানার ইতিহাস থাকায়, ইরানের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পে সবসময়ই উল্লেখযোগ্য সম্পত্তির ক্ষতি এবং হতাহতের আশঙ্কা থাকে।

এ ভূমিকম্পের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। যদিও প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয় জরুরি পরিষেবাদানকারী সংস্থাগুলো পরিস্থিতি মূল্যায়ন করছে বলে জানা গেছে। 
  
ভৌগলিক অবস্থানের কারণে ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবেই পরিচিত। ইতিহাসের অন্যতম মারাত্মক ভূমিকম্পেরও সম্মুখীন হয়েছে দেশটি। ২০০৩ সালে ইরানে আঘাত হানা বিধ্বংসী ভূমিকম্পে অন্তত ২৬ হাজার মানুষ মারা যায়। 

ভূমিকম্পে ক্ষয়ক্ষতি প্রশমিত করার লক্ষ্যে এ সংক্রান্ত প্রস্তুতি এবং জনসচেতনতায় প্রচেষ্টা বাড়িয়েছে ইরান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image