
নিউজ ডেস্ক: রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেছেন, মস্কো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের আঘাতে পশ্চিম ইউক্রেনের একটি ভূগর্ভস্থ গোলাবারুদের ডিপো ধ্বংস করেছে। শনিবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইগর কোনাশেনকভ নামের ওই মুখপাত্র দাবি করেছেন, ওই ডিপোতে ক্ষেপণাস্ত্র এবং ইউক্রেনের সেনাদের বিমান হামলায় ব্যবহারের জন্য গোলাবারুদ মজুদ ছিল।
রাশিয়া কখনোই কোনো যুদ্ধে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা স্বীকার করেনি। বিবিসি জানায়, রাশিয়ার অত্যাধুনিক এসব ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শব্দের পাঁচ গুণেরও বেশি গতিতে ছুটতে পারে।
রুশ সামরিক বাহিনীর তথ্য অনুসারে, রাশিয়ার ব্যবহৃত 'কিনজাল' নামের এই ক্ষেপণাস্ত্র ২ হাজার কিলোমিটারের বেশি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: