• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাজারে চিনি নেই, খালি হাতে ফিরছেন ক্রেতারা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৯ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
খালি হাতে ফিরছেন ক্রেতারা
বাজারে চিনি নেই

নিউজ ডেস্ক : চিনি কিনতে এসে খালি হাতে ফিরতে হচ্ছে ক্রেতাদের। বাজারে নেই চিনি, শনিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর কারওয়ান বাজারে এমন দৃশ্য চোখে পড়েছে।

এক ক্রেতা জানান, নিত্যপ্রয়োজনীয় অনেক পণ্য কিনতে এসেছিলাম। সবকিছুই কেনা হয়েছে। কিন্তু চিনি কোথাও পাওয়া যায়নি। কয়েকটি দোকান খুঁজেও মেলেনি চিনি। বাজারে চিনি নেই।

এ বিষয়ে কারওয়ান বাজারের ব্যবসায়রীরা জানান, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দাম বাড়ানোর পর এখনও চিনি নেই বাজারে। তবে, কোম্পানিগুলো নতুন দামের ক্রয়াদেশ নিয়েছে, শিগগিরই চিনি আসবে বাজারে।

কোম্পানিগুলোর দাবি, গ্যাস সংকটের মধ্যে দৈনিক যে পরিমাণ চিনি তারা উৎপাদন করতে পারছেন, তা নিয়মিতই সরবরাহ করছেন। বাজার চিনিশূন্য থাকার কারণ অনুসন্ধানে সরকারের কঠোর নজরদারি দাবি করছেন তারা।

এরআগে, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সুগার রিফাইনার্স অ্যাসোসিয়েশন চিনির দাম ১৩ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। নতুন দাম অনুসারে, প্রতি কেজি খোলা চিনি ১০২ টাকা এবং প্যাকেটজাত চিনি ১০৮ টাকা। বৃহস্পতিবার থেকেই চিনির এই নতুন দাম কার্যকর করার কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image