• ঢাকা
  • শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তেজগাঁও ভূমি অফিসে অভিযান: ৬ দালালকে গ্রেফতার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৫:২৬ পিএম
তেজগাঁও ভূমি অফিসে অভিযান: ৬  দালালকে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে অভিযান চালিয়ে ৬ দালালকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ঢাকা জেলা প্রশাসকের সহকারী কমিশনার (শিক্ষা) শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল (২৯ জানুয়ারি) সকালে জেলা প্রশাসক আনিসুর রহমানের নির্দেশনায় মো: শিবলী সাদিক রাজধানীর তেজগাঁও ভূমি অফিসে আকষ্মিক অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃতরা বিভিন্ন মানুষের নামজারি সংক্রান্ত কাগজপত্র নিয়ে ভূমি অফিসে ঘুরাঘুরি করছিলেন। পরে তেজগাঁও থানায় সংবাদ দিলে পুলিশ আটককৃতদের গ্রেফতার করে নিয়ে যান, পরে ৬ জন দালালের বিরুদ্ধে ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিস বাদী হয়ে মামলা দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক আনিসুর রহমান বলেন, 'ভূমি অফিসে নাগরিক সেবা দ্রুততম সময়ে দিতে এরকম আকস্মিক অভিযান অব্যাহত থাকবে। সব অনিয়মের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। ভূমি অফিসে কোনো অনিয়ম হলে আমাদেরকে জানাতে সেবাপ্রত্যাশীদের অনুরোধ করছি।'

অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার (ভূমি), তেজগাঁও রাজস্ব সার্কেল শরীফ মোহাম্মদ হেলাল উদ্দীন, ভূমি সহকারী কর্মকর্তা, তেজগাঁও ভূমি অফিসসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি

আরো পড়ুন

banner image
banner image