• ঢাকা
  • রবিবার, ১৪ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৮ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তেজগাঁও রেল স্টেশনে অগ্নিকাণ্ডে নিহত ৪


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০০ এএম
তেজগাও
তেজগাঁও রেল স্টেশনে আগুন

নিউজ ডেস্ক: ঢাকার তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুনের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পাওয়ার পরই ফায়ার সার্ভিস তেজগাঁও রেলস্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে।

নিহতদের মধ্যে দুজন নাদিরা আক্তার পপি ও তাঁর তিন বছরের শিশু ইয়াসিন। বাকি দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। যাত্রীরা বলছেন, ভোরে ট্রেনটি নেত্রকোণা থেকে তেজগাঁও রেলস্টেশনে পৌঁছালে নাশকতার উদ্দেশে তিনটি বগিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

এসব তথ্য নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার গণমাধ্যমকে জানান, ভোর ৫টা ৪ মিনিটে আগুনের খবর পেলে দ্রুত ফায়ার সার্ভিসের দল তেজগাঁও রেলস্টেশনে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। ট্রেনের একটি বগির আগুন নেভানোর পর সেখান থেকে চার জনের মরদেহ উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।

মো. শাহজাহান শিকদার আরও জানান, ক্ষতিগ্রস্ত ট্রেনটি কমলাপুর রেলস্টেশনে সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত চার জনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image