• ঢাকা
  • সোমবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিআরটিসি ঈদে দূরপাল্লায় ৫৫০ গাড়ি যুক্ত করবে


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ১৮ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:১১ পিএম
বিআরটিসি
বক্তব্য রাখছেন বিআরটিসি চেয়ারম্যান মো. তাজুল ইসলাম

সুমন দত্ত: এ বছর ঈদুল ফিতরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (বিআরটিসির) দূরপাল্লার বহরে যুক্ত হচ্ছে ৫৫০টি বাস। এই বাসগুলো ঢাকা শহরের পরিবহণ সেবায় নিয়োজিত ছিল। ঈদের চাপ মোকাবেলায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

 সোমবার বিআরটিসির সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মত বিনিময় সভায় এসব কথা বলেন সংস্থাটির চেয়ারম্যান তাজুল ইসলাম। 

চেয়ারম্যান বলেন, এবার ঈদের ছুটি লম্বা হওয়ার কারণে কিছু বাস শহরে রাখা হয়েছে। বাকী বাসগুলো দূরপাল্লার যাত্রী আনা নেওয়া করবে। বিআরটিসির শহরে অপারেট করা ৬০০ বাসের মধ্যে ৫০ বাস ঈদের সময় রাখা হবে। 

বিআরটিসির ভ্রাম্যমাণ লাইব্রেরির কথা বলেন তিনি। এই গাড়ি সফলভাবে পরিচালিত হচ্ছে। বই পিয়াসুরা উপকৃত হচ্ছে। বিআরটিসির নারী বাস সার্ভিস লসে চললেও এরা সেবা তিনি বৃদ্ধি করবেন বলে জানিয়েছেন। 

বিআরটিসি তার কর্মচারীদের বকেয়া পাওনার সিংহভাগ মিটিয়ে দিয়েছে। এছাড়া বিআরটিসি নিজ উদ্যোগে গাড়ি তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে। শুধু গাড়ির চেসিস বিদেশ থেকে আনা হবে। বাকী কাজটা বিআরটিসি নিজেই করবে। 

তিনি আরো বলেন, বিআরটিসি ভবিষ্যতে আর কোনো গাড়ি লিজে দেবে না। লিজের সংখ্যা কমিয়ে আনা হবে। বর্তমানে মাত্র ৩৪ টি গাড়ি লিজে আছে।

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image