
বেলায়েত হোসেন, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু উল্টে টেম্পুর চালক মাহবুবুর রহমান (১৯) নিহত হয়েছে।
শনিবার সকল সাড়ে ৯ টায় দিকে আত্রাই সেতুর দক্ষিণ পার্শ্বে চারমাথার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত মাহবুবুর উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের সোনাডাঙ্গা গ্রামের রুস্তম আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার সকাল সারে ৯টার দিকে মাহবুবুর টেম্পুতে যাত্রী ও মালামাল পার্শ্ববর্তী নলডাঙ্গা বাজার থেকে আত্রাইয়ের দিকে যাচ্ছিল। পথিমধ্যে উপজেলার আত্রাই সেতুর দক্ষিণ পার্শ্বে চারমাথার মোড় এলাকায় আসলে আত্রাই সেতুতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে টেম্পু উল্টে যায় এবং টেম্পুর নিচে চাপা পরে চালক মাহবুবুরসহ যাত্রীরা।
এ সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্মরত চিকিৎসক টেম্পু চালকে মৃত ঘোষণা করেন এবং আহত আরো তিন জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা হলেন, রহিদুল ইসলাম (৪৫), মোফাজ্জল হোসেন (৫০) ও রাসেল(২০)। পরে রহিদুলের অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেকুর রহমান সরকার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: