নিউজ ডেস্ক: নওগাঁয় স্ত্রীকে দিয়ে মিথ্যা ধর্ষণ মামলা করায় স্বামী-স্ত্রীকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে নওগাঁ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. মেহেদী হাসান তালুকদার এ আদেশ দেন। পিপি অ্যাডভোকেট মো. মকবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন জেলার সাপাহার উপজেলার নূরপুর গ্রামের আবদুল হক মণ্ডলের ছেলে আফসার আলী ও তার স্ত্রী মনোয়ারা খাতুন।
জানা যায়, ২০০৫ সালের এপ্রিল মাসে বেগুন গাছ কাটাকে কেন্দ্র করে প্রতিবেশী গিয়াস উদ্দিন মণ্ডলের ছেলে ওসমান গণির সঙ্গে আফসার আলীর বিরোধ হয়। এরই জেরে ওই বছরের ৬ এপ্রিল ওসমান গণির বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে সাপাহার থানায় আফসার আলী তার স্ত্রী মনোয়ারা খাতুনকে দিয়ে মামলা করেন।
পুলিশের তদন্তে ধর্ষণের মিথ্যা কাহিনি উঠে আসে। উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৩ সালের ১০ ফেব্রুয়ারি আদালত ওসমান গণিকে আদালত বেকসুর খালাস প্রদান করেন। ওসমান গনি ২০১৩ সালে ১১ সেপ্টেম্বর মিথ্যা মামলা করার অভিযোগ এনে আফসার আলী ও মনোয়ারার বিরুদ্ধে আদালতে অভিযোগ দাখিল করেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: