
নিউজ ডেস্ক : ১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ মোহাম্মদপুর থানা কমিটির উদ্যোগে ১৫ই আগষ্ট ২০২৩ মঙ্গলবার বিকাল ৩:০০ ঘটিকায় বিআরটিসি বাসষ্ট্যান্ড সাত মসজিদ সুপার মার্কেট সংলগ্ন স্থানে এক আলোচনা সভা ও দো'য়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব অধ্যক্ষ এম.এ সাত্তার, সভাপতি মোহাম্মদপুর থানা, ঢাকা মহানগর উত্তর, বাংলাদেশ আওয়ামী লীগ। আলোচনা সভায় আপনার / আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
প্রধান অতিথি : জনাব অধ্যাক্ষ এম.এ সাত্তার
সভাপতি, মোহাম্মদপুর থানা, বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগন উত্তর।
বিশেষ অতিথি : জনাব আসিফ আহম্মেদ
কাউন্সিলর, ৩৩ নং ওয়ার্ড, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।
বিশেষ অতিথি : জনাব শাহজালাল লুলূ
বাংলাদেশ আওয়ামী লীগ, ঢাকা মহানগন উত্তর।
বিশেষ অতিথি : আশরাফ উদ্দিন আহম্মেদ
সাত মসজিদ সুপার মার্কেট মালিক।
বক্তব্য রাখবেন : জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় ও মোহাম্মদপুুর থানা নেতৃবৃন্দ।
সভাপত্বিত করবেন : হাজী আনিসুজ্জামান বাবুল
মোহাম্মদপুর থানা, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর।
সভা ও মাহফিল সঞ্চালনা করবেন : মোহাম্মদ তাজেল ইসলাম তাজেল
মোহাম্মদপুর থানা, জাতীয় শ্রমিক লীগ, ঢাকা মহানগর উত্তর।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: