• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

জাতীয় শোক দিবস উপলক্ষে জবি কর্মকর্তা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ আগষ্ট, ২০২৩ খ্রিস্টাব্দ, ০২:২৭ পিএম
জাতীয় শোক দিবস উপলক্ষে
জবি কর্মকর্তা সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত

জবি প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সভাপতি মো: জহুরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ বলেন, ‘বঙ্গবন্ধুকে আমরা যেরকম ভালোবাসি সেটা যেনো ১৫ আগস্টের মতো না হয়। বর্তমান সরকার আবারো ক্ষমতায় আসবে সেটা যেনো আমাদের চিন্তা চেতনা আর কর্মে প্রকাশ পায়। স্বাধীনতা বিরোধীরা দেশি-বিদেশি শক্তি নিয়ে আবারো উঠে পড়ে লাগছে, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিরোধীগোষ্ঠী এদেশে যতদিন থাকবে ততদিনই তারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার পাঁয়তারা করবে। আর একারনেই আমাদের আরও বেশি সতর্ক থাকতে হবে।’

তিনি আরো বলেন, ‘ইউনুস গংরা দেশের মাটিতে গরীবের শোষিত ঋণ কার্যক্রমের মাধ্যমে শান্তিতে নোবেল পেলেও বহির্বিশ্বের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় অব্যাহত রয়েছেন, এ ব্যাপারে আমাদের আন্তর্জাতিক অঙ্গনে সোচ্ছার হতে হবে।’

আরো বক্তব্য প্রদান করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল সহ কর্মকর্তা সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্মকর্তা সমিতির সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের।

এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক, বিভাগীয় চেয়ারম্যানবৃন্দ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহীম ফরাজী, সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image