• ঢাকা
  • শুক্রবার, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ; ১৪ জুন, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

রায়পুরায় মালবাহী ট্রেনের লাইনচ্যুত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২১ মে, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৪২ এএম
রায়পুরায়
মালবাহী ট্রেনের লাইনচ্যুত 

নরসিংদী (রায়পুরা) প্রতিনিধি : নরসিংদী রায়পুরায় ঢাকা-চট্রগ্রাম রেলপথের ঢাকা অভিমুখি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে।সোমবার ( ২০মে ) দুপুরে ১২.৩০ মিনিটের দিকে উপজেলার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় আখাউড়া থেকে ঢাকামুখী ২ ঘন্টা যাবত ট্রেন চলাচল বন্ধ ছিল। এতে এঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

রেলওয়ে স্টেশন কতৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত রাতে চট্টগ্রাম থেকে রাজধানী ঢাকার উদ্দেশ্যে মালবাহী একটি ট্রেন ছেড়ে আসে। আজ সোমবার দুপুরে ট্রেনটি নরসিংদীর রায়পুরার শ্রীনিধি রেলওয়ে স্টেশনের পশ্চিম পাশে চান্দেরকান্দি ইউনিয়নের চান্দেরকান্দি এলাকায় পৌছালে ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়। ঘটনার ২ঘন্টা পর ট্রেন লাইনের ডাউন লাইন দিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খবর পেয়ে আখাউড়া থেকে উদ্ধারকারি ট্রেন  পৌঁছে কাজ শুরু করে। 

মেথিকান্দা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. আশরাফ আলী জানান, কিভাবে ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নই আমরা। তবে স্টেশনের বিকল্প লাইন দিয়ে অন্যান্য ট্রেন চলছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। মালবাহী ওই ট্রেন স্বাভাবিক করার প্রক্রিয়া চলছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image