
শেখ লিটন, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গায় ঘরের তালা ভেঙে এক দম্পতির মরদেহ উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার দিকে আলমডাঙ্গা পৌর এলাকার পুরাতন বাজার এলাকার বাসভবন থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন- নজির উদ্দিন (৭০) ও তার স্ত্রী ফরিদা খাতুন (৬০)। নিহত নজির উদ্দিন আলমডাঙ্গা পুরাতন বাজারের ধান চাউল ও চাতাল ব্যাবসায়ী। তিনি নজির উদ্দিন রাইস মিলের একজন মালিক।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, শনিবার নিহতের বাস ভবন থেকে তালাবদ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। গোসলখানা থেকে বৃদ্ধের হাত বাঁধা ও ঘরের মধ্যে থেকে বৃদ্ধার রক্তাক্ত মরদেহ পাওয়া যায়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: