
আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজায় হামলা আরও জোরদারের পরিকল্পনা করছে ইসরাইল। গতকাল (শনিবার) রাতে এক সংবাদ সম্মেলনে ইসরাইলি সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি এ কথা বলেছেন।
রোববার বিবিসি এক প্রতিবেদনে জানায়, ইসরাইলের সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সংবাদ সম্মেলনে বলেন, ‘গাজায় এদিন সন্ধ্যা থেকে হামলা জোরদার করার পরিকল্পনা করছে ইসরাইলের সেনাবাহিনী।’
সংবাদ সম্মেলনে হাগারি গাজার বাসিন্দাদের নিরাপত্তার জন্য উত্তর গাজা ছেড়ে দক্ষিণ গাজায় চলে যাওয়ার আহ্বান জানান।
গত ৭ অক্টোবর ইসরাইলে অতর্কিত হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাতে ইসরাইলের ১৪শ লোক নিহত হন। অন্যদিকে, হামাসের হামলার জবাবে গাজায় পাল্টা হামলা চালায় ইসরাইলের সেনাবাহিনী। সেই হামলা এখনো অব্যাহত রেখেছে তারা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ইসরাইলি হামলায় ৪ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহত হয়েছেন ১৩ হাজারেরও বেশি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: