ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডা : রাকিবুল আলম।
বৃহস্পতিবার (২১ মার্চ) গড়েয়া ইউনিয়নের চন্ডিপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ রাজু ( ১২) চন্ডিপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে এবং কাওসার আলী (৭) একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে। তারা দুজনে সম্পর্ক চাচাতো ভাই বলে জানা গেছে।
স্থানীয়রা জানায়, ঘটনার দিন দুপুরে শিশু দুটিকে পাওয়া না গেলে অনেক খোঁজাখুঁজির পরে বাড়ির পাশে পুকুরে তাদের দেখতে পায়। পরে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের সদস্যরা পুকুর থেকে শিশু দুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল আলম বলেন শিশু দুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: