• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

৫০ জন কেয়ার গিভারকে সার্টিফিকেট প্রদান  


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২৮ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৮ পিএম
৫০ জন কেয়ার গিভারকে সার্টিফিকেট প্রদান  
সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান

মো: জহিরুল ইসলাম, স্টাফ রিপোর্টার : রাজধানী উত্তরায় অবস্থিত জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (NSDA) কর্তৃক অনুমোদিত সিমেক ইন্সটিটিউট অব টেকনোলোজি ৫০ জন কেয়ার গিভারেকে ক্রেস্ট, সার্টিফিকেট ও কেয়ারগিভিং টুল বক্স প্রদান করা হয়েছে । 

মিডিয়া এন্ড কমিউনিকেশন্স এর  সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি থেকে রোববার (২৯ জানুয়ারি) প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এটি জানিয়েছেন।  

২৭ জানুয়ারি ( শুক্রবার ) উত্তরা সেক্টর-১২ তে অবস্থিত সিমেক ইন্সটিটিউট অব টেকনোলোজি ভবনের বাহার অডিটোরিয়ামে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠিত্য হয়েছে।  

সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন PKSF- SEIP প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সালেহ উদ্দিন। 

এছাড়াও উপস্থিত ছিলেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিঃ সরদার মোঃ শাহীন, ভাইস চেয়ারম্যান আফসানা খানম, নির্বাহী পরিচালক ফোয়ারা ইয়াছমিন, পরিচালক  ডক্টর সঞ্জীব রায় এবং সিমেক ইন্সটিটিউটের প্রিন্সিপাল ইঞ্জিঃ মোঃ আবু মুসা। 

সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির কো-অর্ডিনেশন ম্যানেজার শায়লা জাফরীনের তত্ত্বাবধানে কো-অর্ডিনেশন অফিসার সায়মা শারমিনের সঞ্চালনায় কেয়ারগিভিং কোর্সের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির প্রিন্সিপাল ইঞ্জিঃ মোঃ আবু মুসা।

এছাড়াও PKSF- SEIP প্রকল্পের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মোঃ সালেহ উদ্দিন বক্তব্য প্রদান করেন। এরপর বক্তব্য রাখেন সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির পরিচালক ডক্টর সঞ্জীব রায়। এছাড়াও  ৩জন শিক্ষার্থী সার্টিফিকেট পেয়ে তাদের অনুভূতির কথা বলেন। 

অনুষ্ঠানে বক্তারা দেশে বিদেশে কেয়ারগিভিং এর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করেন। গত ১ বছরে সরকারী অর্থায়নে প্রায় ২ হাজার কেয়ারগিভারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামী দিনে জাপান, কোরিয়া, সিঙ্গাপুর, অস্ট্রেলিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে বাংলাদেশ থেকে কেয়ার ভিসায় যাবার সুযোগ তৈরি হচ্ছে। তাই কেয়ারগিভিং পেশায় প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের বেকারত্বের সংকট অনেকটাই সমাধান করা সম্ভব বলে মনে করেন বক্তারা। 

সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজি সিমেক গ্রুপের একটি শিক্ষামূলক অঙ্গপ্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান সকলের জন্য দক্ষতা মূলক কোর্স পরিচালনা করে থাকে। এছাড়াও সিমেক এর  রয়েছে একটি আন্তর্জাতিক গবেষণা কেন্দ্র। 

 সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় সিমেক ইন্সটিটিউট অব টেকনোলজির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image