• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

টি-টোয়েন্টিতে দ্রুততম ১০ হাজারি ক্লাবে বাবরের রেকর্ড


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ ফেরুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:৪৪ এএম
মাইলফলক স্পর্শ করেছেন বাবর
বাবর আজম

নিউজ ডেস্ক:  চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান বাবর আজম। ঘরের মাঠে পিএসএল আসরেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন । এখন পর্যন্ত দুটি ম্যাচেই পঞ্চাশের বেশি রান করেছেন পেশোয়ার জালমির এই অধিনায়ক। এর ফলে টি-টোয়েন্টি ক্রিকেটে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন বাবর।

বুধবার (২১ ফেব্রুয়ারি) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচে করাচি কিংসের মুখোমুখি হয়েছিল বাবরের পেশোয়ার জালমি। প্রথমে ব্যাট করতে নেমে ৫১ বলে ৭২ রানের ইনিংস খেলেন ডান হাতি ব্যাটার। এতে ২৭১ ইনিংসে দ্রুততম ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন ।

সেই সঙ্গে দ্রুততম দশ হাজারি ক্লাবে পৌঁছার রেকর্ড গড়া ‘ইনিভার্স বস’খ্যাত ক্রিস গেইলকে ছাড়িয়ে গেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। টি-টোয়েন্টি ফেরিওয়ালা খ্যাত এই কিংবদন্তি ক্রিকেটার ওই মাইলফলক ছুঁতে ২৮৫টি টি-টোয়েন্টি ইনিংস খেলেন।

গেইলের পরই অবস্থান ছিল ভারতীয় তারকা বিরাট কোহলি। সাবেক এই অধিনায়ক ২৯৯ ইনিংসে দশ হাজারি ক্লাবে প্রবেশ করেন। সবমিলিয়ে ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে দশ হাজারের এলিট ক্লাবের সদস্য আছেন ১২ জন। যার সর্বশেষ সদস্য বাবর।

টি-টোয়েন্টির সর্বোচ্চ রানের তালিকায় সবার ওপরে আছেন সাবেক ক্যারিবীয় ওপেনার গেইল। এরপর যথাক্রমে আছেন শোয়েব মালিক, কাইরন পোলার্ড, অ্যালেক্স হেলস, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, অ্যারন ফিঞ্চ, রোহিত শর্মা, জস বাটলার, কলিন মানরো, জেমস ভিন্স, ডেভিড মিলার ও বাবর আজম।

চলতি আসরে পেশোয়ারের প্রথম ম্যাচটিতে বাবর পিএসএলের একমাত্র ক্রিকেটার হিসেবে তিন হাজার রান পূর্ণ করেছিলেন।

ঢাকানিউজ২৪.কম / এইচ

আরো পড়ুন

banner image
banner image