• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০২ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪ খ্রিস্টাব্দ, ০১:০৩ পিএম
লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর
স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন

সুমন দত্ত : স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন লাইসেন্সবিহীন হাসপাতাল-ক্লিনিক বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। নিজ কার্যালয়ে মঙ্গলবার (১৬ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
 
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকায় খাতনা করতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুতে ইউনাইটেড হাসপাতালের কার্যক্রম বন্ধ করা হয়েছে। এর বিরুদ্ধে তদন্ত হচ্ছে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

যেসব হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নেই সেগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী।তিনি বলেন, অন্যথায় কঠোর ব্যবস্থা নেয়া হবে।
 
ডা. সামন্ত লাল সেন বলেন, প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার জন্য আমি চেষ্টা করবো। ওটা করতে পারলে ঢাকা শহরে ফ্লোরে শুয়ে চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাবো। কী কী সমস্যা আছে, জানবো। তারপর আমি একটা কর্মপরিকল্পনা করবো।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image