
সোহানুর রহমান সোহান, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি : ভৈরবে নানা আয়োজনে শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা প্রশাসন, থানা প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
পরে বঙ্গ- বন্ধু সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সখাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার ফরহাদ আহমেদ,ভৈরব থানার ওসি ( তদন্ত) মোঃ শাহ আলম মোল্লা,যুব উন্নয়ন কর্মকর্তা জলি বদন তৈয়বা,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাগর হোসেন সৈকত প্রমূখ। পরে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন অতিথিরা। কেক কাটা শেষে কুইজ,রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: