
নিউজ ডেস্ক : ঘূর্ণিঝড় হামুনের কারণে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে দুইদিন ধরে বন্ধ রয়েছে জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল। আবহাওয়া অনুকূলে থাকলে বৃহস্পতিবার থেকে টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে সাগর পথে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হবে বলে জানা গেছে।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বুধবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ।
তিনি বলেন, সমুদ্র বন্দর থেকে সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফ থেকে সেন্টমার্টিনের উদ্দেশে কেয়ারী সিন্দবাদ, কেয়ারী ক্রুজ এন্ড ডাইন ও বার আউলিয়া এই তিনটি জাহাজ ছেড়ে যাবে। সেন্টমার্টিন ভ্রমণে যাওয়া আড়াই শতাধিক পর্যটক দ্বীপে থেকে গেছেন তারাও ফিরতে পারবেন।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: