
মো. জাহেদুল ইসলাম, বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাকেরগঞ্জ জাটকা ইলিশ বিক্রেতাকে আটক করে জরিমানা আদায় করা হয়েছে।
সোমবার (৬ মার্চ) সকাল ৯ টায় উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নাসির উদ্দিন উপজেলার বোয়ালিয়া বাজার থেকে জাটকা ইলিশ বিক্রয়কালে মো. আজিজ খানকে আটক ও ৮-১০ কেজি জাটকা ইলিশ জব্দ করেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুজর মো. ইজাজুল হক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে জাটকা ইলিশ বিক্রয় করার অপরাধে আটককৃতকে ৫ হাজার টাকা জরিমানা এবং ভবিষ্যতে জাটকা ইলিশ বিক্রি করবেনা মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।
পরে জব্দকৃত মাছগুলো স্থানীয় এতিমখানায় ও অসহায় দুস্থদের মাঝে বিতরণ করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: