
নিউজ ডেস্ক : কেরানীগঞ্জের আগানগর এলাকায় একটি বহুতল ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৯টার কিছু আগে ছয়তলা ভবনটির ছয়তলায় আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে কেরানীগঞ্জ ও সদরঘাট নদী ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। সকাল সোয়া নয়টায় ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: