• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মিঠামইনে অলওয়েদার সড়কে শুরু হচ্ছে অলপনা উৎসব বৈশাখ ১৪৩১


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১২ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৯:৫৮ পিএম
মিঠামইনে অলপনা উৎসব বৈশাখ ১৪৩১
সংসদ সদস্য আসাদুজ্জামান নূর এমপি

মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি : শুক্রবার (১২ এপ্রিল) বিকাল ৪ টায় মিঠামইনের জিরো পয়েন্টে বাঙালির সংস্কৃতি তুলে ধরতে কিশোরগঞ্জের মিঠামইনের ১৪ কিলোমিটার অলওয়েদার সড়কে শুরু হচ্ছে  উৎসব - অলপনা বৈশাখ ১৪৩১। 

এশিয়াটিক এক্সপেরিয়েন শিয়াল মার্কেটিং লিমিটেড, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশান ও বার্জার পেইন্টস এর যৌথ উদ্যোগে শিল্পীরা রাজপথ রাঙ্গিয়ে তুলতে মিঠামইন অলওয়েদার সড়কে জড়ো হয়েছে। এবারের অলপনায় বৈশাখ ১৪৩১ কিশোরগঞ্জের মিঠামইন জিরো পয়েন্টে থেকে অষ্টগ্রাম জিরো পয়েন্টে পর্যন্ত ১৪ কিলোমিটার অংকন এর মাধ্যমে বিশ্বের দীর্ঘতম অলপনা তৈরির বিশ্ব রেকর্ড গড়ার প্রচেষ্ঠা নেওয়া হয়েছে। 

৬৫০ জন শিল্পী এতে অংশ নেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আসাদুজ্জামান নূর (এম,পি)। কিশোরগঞ্জ ৪- আসনের এম,পি রেজওয়ান আহমদ তৌফিক এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মহসিন হাবিব চৌধুরী (পরিচালক বার্জার পেইন্ট লিমিটেড), মন্জুলা মোর্শেদ (চীফ হিউমেন রিসোর্স কর্মকর্তা বাংলালিংক লিমিটেড), মো: মনির উজ্জামান (চিএ শিল্পী), রাসেল শেখ ( পিপি,এম বার পুলিশ সুপার কিশোরগঞ্জ), মো:আবুল কালাম আজাদ (জেলা প্রশাসক কিশোরগঞ্জ), এড,জিল্লুর রহমান (জেলা পরিষদ চেয়ারম্যান কিশোরগঞ্জ), মো: হারুন অর রশিদ (ডি,আই,জি ও ডিবি প্রধান ঢাকা),অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সমীর কুমার বৈষ্ণব, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: ইব্রাহিম মিয়া, মিঠামইন ইউ,পি চেয়ারম্যান এড,শরীফ কামাল, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো:শাহজাহান মিয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান,  প্রধান অতিথি, বিশেষ অতিথিদের নিয়ে আলপনার উদ্ভোধন করেন। 

উল্লেখ,গত ৬ ই এপ্রিল ঢাকায় ডেইলিস্টার সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয় বৈশাখের মুগ্ধতা ছড়িয়ে দিতে ঢাকা সহ দেশের মোট তিনটি শহরে আলপনা আকাঁর ঘোষণা দেন আয়োজকরা। স্হান গুলো হলো ঢাকার মানিক মিয়া এভিনিউ খুলনার শিব বাড়ি রোড ও কিশোরগঞ্জের মিঠামইনে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image