• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিশ্ববাজারে নিম্নমুখী হলে জ্বালানির দাম কমাবো: বিদ্যুৎ প্রতিমন্ত্রী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ২৭ আগষ্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:২১ পিএম
বিশ্ববাজারে নিম্নমুখী হলে জ্বালানির দাম
বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ

নিউজ ডেস্ক : ‘যুক্তরাজ্যের মতো দেশও জ্বালানির দাম ৮০ শতাংশ বাড়াচ্ছে। যুদ্ধের প্রভাবে আমরাও বৈশ্বিক পরিস্থিতির বাইরে নই। সুতরাং আমাদের কিছুটা ধৈর্য ধরতে হবে। বিশ্ববাজারে নিম্নমুখী হলে আমরাও জ্বালানির দাম কমাবো বলেছেন, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

শনিবার (২৭ আগস্ট) বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন,  বিদ্যুৎ পরিস্থিতি এক মাস আগের তুলনায় এখন অনেকটাই উন্নতি হয়েছে। চেষ্টা করছি এ অবস্থার আরও উন্নতি করতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম আমলের পরিকল্পনা থেকে সরে গিয়ে ২০০১ সালের পর বিএনপি-জামায়াত আমলে ধ্বংস করে দেয়া হয়েছিল বিদ্যুৎ-জ্বালানি খাতকে।
 
তিনি বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বের প্রতিটি দেশেই অর্থনৈতিক প্রভাব পড়েছে। বাংলাদেশ তো এর বাইরে না। আমরা অর্থনীতির ভীত রচনা করেছি। আমাদের আরেকটু সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে।

নসরুল হামিদ বলেন, বিএনপি সরকার বিদ্যুৎ সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। তারা নিজেরা পকেট ভারি করতে করতে শুধুমাত্র থাম্বা বাণিজ্য করেছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image