
নিউজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইহুদিবাদী সেনাদের বর্বর আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইসরায়েলি রাষ্ট্রদূতকে বহিষ্কার করেছে কলম্বিয়া ।
দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো ইসরাইলের যুদ্ধবাজ সরকারকে গাজা উপত্যকায় বর্বরতা চালানোর জন্য কঠোর সমালোচনা করার পর কলম্বিয়া ইসরায়েলি রাষ্ট্রদূত বহিষ্কারের সিদ্ধান্ত ঘোষণা করে ।
কলম্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী আলভারো লেইভা সোমবার বলেন, প্রেসিডেন্ট গুস্তাভোর বক্তব্যের সমালোচনা করায় ইসরায়েলের রাষ্ট্রদূত গালি দাগানের অন্তত ক্ষমা চাওয়া এবং কলম্বিয়া ছেড়ে চলে যাওয়া উচিত ।
গাজায় ইহুদিবাদী সেনাদের বর্বরতার সমালোচনা ও নিন্দা করে গুস্তাভো পেত্রো বক্তব্য দেন । তিনি বলেন, ‘ আমরা যদি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করি তাহলে ইসরায়েলি কূটনৈতিকদের আমরা এখান থেকে বহিষ্কার করব । আমরা গণহত্যা সমর্থন করি না । ’
গাজায় ইসরায়েলের বর্বরতাকে নাৎসি বাহিনীর হত্যাযজ্ঞের সঙ্গে তুলনা করেন কলম্বিয়ার প্রেসিডেন্ট ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: