• ঢাকা
  • শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তে হাইকোর্ট নির্দেশ দিতে পারে না


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ১৫ অক্টোবর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
সরকারের নীতিনির্ধারণী সিদ্ধান্তে হাইকোর্ট
হাইকোর্ট

ডেস্ক রিপোর্টার: সরকারের কোনো নীতিনির্ধারণী সিদ্ধান্তের ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দিতে পারে না বলে রায় দিয়েছেন আপিল বিভাগ। শনিবার (১৫ অক্টোবর) সর্বোচ্চ আদালতের ওয়েবসাইটে ১১ পৃষ্ঠার এ রায় প্রকাশ করা হয়।

এর আগে গত ২৯ আগস্ট আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ এ সংক্রান্ত রায় ঘোষণা করেন।

অপর দুই বিচারপতি হলেন, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি কৃষ্ণা দেবনাথ।

রায়ে বলা হয়, সংবিধানের ১০২(২) অনুচ্ছেদে পরিষ্কার করে বলা আছে যে, হাইকোর্ট কোন কোন বিষয়ে নির্দেশ দেবেন। কিন্তু সরকারের প্রশাসনিক সিদ্ধান্তের ক্ষেত্রে এবং নীতিনির্ধারণী ক্ষেত্রে হাইকোর্ট কোনো আদেশ দিতে পারেন না। একই সঙ্গে কোনো ব্যক্তিকে পদোন্নতি দেবে, না দেবে সেটাও সরকারের প্রশাসনিক সিদ্ধান্ত। এসব ক্ষেত্রে হাইকোর্ট নির্দেশ দেয়ার এখতিয়ার রাখে না।

এর আগে, ঢাকা, কুমিল্লা, শেরপুর, জামালপুর, গোপালগঞ্জ পৌরসভার মূল্যায়নকারী পদধারীরা তাদের প্রমোশন না দেয়ায় হাইকোর্টে রিট করেন। রিটে বলা হয়, পৌরসভার মূল্যায়নকারী ৫ বছর চাকরি করার পর চিফ মূল্যায়নকারী হবে। কিন্তু করা হয়নি; কারণ অরগানোগ্রামে তা নেই।

পরে ২০১৮ সালে হাইকোর্ট তাদের পদোন্নতি দেয়ার আদেশ দেন। আর সেই আদেশই সংশোধন করে পর্যবেক্ষণসহ উপরোক্ত রায় দিলেন আপিল বিভাগ।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image