
নিউজ ডেস্ক: সাফল্যের পুরস্কার হিসেবে শিগগিরই এএফসির নারী ফুটবল একাডেমির স্বীকৃতি পাচ্ছে বাফুফের নারী ফুটবল ক্যাম্প। এএফসির ৪৭ সদস্য দেশের মধ্যে বাফুফে নারী ফুটবল ক্যাম্প পেতে যাচ্ছে এএফসির প্রথম স্বীকৃতি।
নারী ফুটবলে এএফসির ১১টি শর্ত পূরণ করেছে বাফুফে। যার ফল স্বরুপ দেয়া হচ্ছে এ অ্যাওয়ার্ড। এই স্বীকৃতি পেলে এএফসির পক্ষ থেকে বাড়বে আর্থিক এবং টেকনিক্যাল সহযোগিতা। যা বাংলাদেশের নারী ফুটবলকে এগিয়ে নিতে আরও সহায়ক হবে বলে মন্তব্য করেছেন বাফুফের উইমেন্স উইং এর চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ।
সোমবার দুপুরে সাফ অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপের প্রস্ততি ম্যাচ দেখতে এসে এ কথা জানান তিনি।
তিনি বলেন, 'এএফসির স্বীকৃতি পাওয়া অবশ্যই খুব আশাবাদী একটি খবর। আপনারা জানেন একাডেমি চালাতে অনেক কষ্ট হয়। আমরা চাই বাংলাদেশ নারী ফুটবল একাডেমিকে একটি মানসম্মত স্তরে বজায় রাখতে। আমরা মনে করি আমাদের জায়গা থেকে আমরা সব্বোর্চ চেষ্টা করেছি।'
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: