• ঢাকা
  • সোমবার, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হন্ডুরাসে কারফিউ জারি, সহিংসতায় ২৪ জন নিহত 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: সোমবার, ২৬ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৯:০০ এএম
হন্ডুরাসে কারফিউ জারি
সহিংসতায় ২৪ জন নিহত 

আন্তর্জাতিক ডেস্ক : সহিংসতায় হন্ডুরাসের উত্তরাঞ্চলীয় দু’টি শহরে ২৪ জন নিহতের পর কারফিউ জারি করেছে সরকার। রোববার (২৫ জুন) ওই দুই শহরে কারফিউ জারি করা হয়।

সোমবার (২৬ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পুলিশ প্রেস পারসন এডগার্দো বারাহোনা জানিয়েছেন, শনিবার রাতে উত্তরাঞ্চলীয় শহর চোলোমার একটি বিলিয়ার্ডস হলে ভারি অস্ত্রধারীদের গুলিতে ১৩ জন নিহত হয়। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন।

এছাড়া শিল্পনগরী সান পেড্রো সুলেসহ উত্তরাঞ্চলীয় ভ্যালে দে সুলা অঞ্চলজুড়ে আলাদা সহিংসতায় অন্তত আরও ১১ জন খুন হয়েছেন।

হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো চোলোমাতে  আগামী ১৫ দিন রাত ৯টা থেকে ভোর ৪টার পর্যন্ত কারফিউ জারি করেছেন। তার এই নির্দেশ অবিলম্বে কার্যকর হবে। এছাড়া সান পেড্রো সুলেতে কারফিউ কার্যকর হবে আগামী ৪ জুলাই থেকে।

প্রেসিডেন্ট টুইটারে বলেছেন, ‘একাধিক অপারেশন, অভিযান, আটক এবং চেকপয়েন্ট স্থাপনের কাজ শুরু করা হয়েছে।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image