• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ৩০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল হারুনের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৭ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, ১০:১৯ এএম
প্রাণ গেল হারুনের
প্রতিকী ছবি

এ কে এম মাহমুদ রিয়াজ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় হারুনুর রশিদ হারুন (৬০) এক পথচারীর মৃত্যু হয়। তার সঙ্গে মোটরসাইকেল চালক মেহেদী হাসান তাজিন গুরুতর আহত হন।

আজ শনিবার (৬ এপ্রিল) সন্ধ্যার দিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার রামগঞ্জ টু হাজীগঞ্জ সড়কে কাওয়ালীডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনার শিকার হোন হারুনুর রশিদ হারুন নামের এক পথচারী।

নিহত হারুনুর রশিদ হারুন লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ পৌরসভার কলচমা লোকার সওদাগর বাড়ির মৃত হাবিব উল্যাহর পুত্র।

আহত হাসান লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ওহাব বেপারী বাড়ির মো. শাহজাহানের পুত্র। মোটরসাইকেল চালক হাসানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় হারুনুর রশিদ হারুন রাস্তা পার হচ্ছিলেন। এসময় দ্রুতগতির মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হারুন মারা যান। ঘটনার সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে চালক হাসান গুরুতর আহত হোন।

স্থানীয়রা নিহত হারুন ও হাসানকে আহত অবস্থায় উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। পরে হাসানকে স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিক্যালে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর পরামর্শ দেন।

পথচারী হারুনুর রশিদ হারুনের ভাতিজা মো. আলাদী জানান, প্রতিদিনের মতোই আমার জেঠা (বড় চাচা) মসজিদে নামাজ পড়তে যান। মোটরসাইকেলটির অতিরিক্ত গতি ছিল।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, মোটরসাইকেল দুর্ঘটনায় একজন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

মোটরসাইকেলটি থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image