বরিশাল প্রতিনিধি : হঠাৎ ভারত থেকে পেয়াঁজ রপ্তানি বন্ধ করে দেওয়ায় প্রভাব পড়েছে বরিশালে হাট - বাজার গুলোতে।
পেয়াঁজবিহীন বাজারে ভোক্তারা এখন বিপাকে। মূল্য বৃদ্ধির কারনে অনেক দোকানদার ও ব্যাবসায়ীরা তাদের সংরক্ষিত সমস্ত পিয়াজ গুটিয়ে ফেলেছে।
ভারতের বাজারে দাম নিয়ন্ত্রণ রাখার চেষ্টায় আগামী মার্চ মাস পর্যন্ত পিয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়াছে দেশটির সরকার। গত বৃহস্পতিবার জারি করা এ আদেশ শুক্রবার থেকেই কার্যকর হওয়ার খবরে বরিশালের বাজারগুলোতে পেয়াঁজের দামে প্রভাব পড়ছে।
শুক্রবার দিনভর ১০০ থেকে ১২০ টাকা কেজিতে পেয়াঁজ বিক্রি হলেও আজকে শনিবার বিক্রি করছে ১৭০ টাকায়।
পেয়াঁজের এই আচমকা মূল্য বৃদ্ধিতে সাধারণ ভোক্তারা দিশেহারা। দোকানীরা জানান,আগামী দুই মাস পার্শ্ববর্তী দেশ ভারত থেকে পিয়াজ রপ্তানি করছেনা।
এই খবর পাওয়ার সাথে সাথেই বরিশালের হাট - বাজার গুলোতে পিয়াজের চরা দাম নিচ্ছে ব্যাবসায়ীরা। সাধারণ ক্রেতারা জানান কেজি প্রতি হঠাৎ ৭০/৮০ মূল্য বাড়িয়ে দেওয়ায় তারা বিপাকে পড়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্য বিত্ত পরিবারের লোকজন যারা এক কেজি পেয়াঁজ নিতে বাজারে এসেছে তারা এখন আধা কেজি কিনেছেন। অনেকে আবার পেয়াঁজ না কিনেই চলে গেছে।
সরেজমিনে বরিশালের বাজার গুলো ঘুরে দেখা গেছে ১৭০/১৮০ টাকা কেজি দরে পেয়াঁজ বিক্রি হচ্ছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: