• ঢাকা
  • শুক্রবার, ২০ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ০৩ মে, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বরিশালে চালু হল রক্তের প্লাটিলেট আলাদা করন মেশিন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৩৫ পিএম
বরিশালে চালু হল
রক্তের প্লাটিলেট আলাদা করন মেশিন

বরিশাল  প্রতিনিধি : বরিশালে শেষ পর্যন্ত অনেক দিন পরে এল রক্তের প্লাটিলেট আলাদাকরণ এফেরেসিস (ফেকো) মেশিন।

মঙ্গলবার বরিশাল  শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ সাইফুল ইসলাম   এফেরেসিস মেশিনের কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। 

উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন  কেন্দ্রীয়  মেডিকেল স্টোর থেকে মেশিনটি সরবরাহ করা হয়েছে।  বর্তমানে  রক্ত পরিসঞ্চালন কেন্দ্রে মেশিনটির কার্যক্রম চালু হয়েছে।  এবং এই মেশিনের সঙ্গে প্লাটিলেট আলাদা করনের কিট ও দেওয়া হয়েছে। 

খুব অল্প মূল্যে এই  মেশিনের সাহায্যে রোগী দের রক্তের প্লাটিলেট আলদাকরণের কাজ করা  যাবে। 

 তিনি আরও বলেন, এখন  আর কোন  ডেঙ্গু  আক্রান্ত রোগীকে ঢাকায় যেতে হবে  না। শের-ই বাংলা মেডিকেলসহ দক্ষিণাঞ্চলের কোনো হাসপাতালে রক্তের প্লাটিলেট আলাদাকরণ (এফেরেসিস) মেশিন ছিল না। 

বরিশালে এই মেশিনটি না থাকায়   রোগীদের ঢাকায়  যেতে হতো। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রক্ত পরিসঞ্চালন কেন্দ্রের সিনিয়র মেডিকেল স্টোর অফিসার ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন  মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইমরুল কায়েস।সার্জারি বহির্বিভাগের আবাসিক সার্জন ও আউটডোর ডাক্তার অ্যাসোসিয়েশন’র সভাপতি ডা. সৌরভ সুতার, নাক কান গলা বহির্বিভাগের আবাসিক সার্জন ডা. চিরঞ্জিব সিনহা পলাশ ও ডা. মোস্তফা কামাল।

এফেরেসিস মেশিনের পাশাপাশি একটি  প্লাটিলেট ইনকিউবেটার মেশিন এবং একটি রেফ্রিজারেটরও সরবরাহ করা হয়েছে।

রক্ত পরিসঞ্চালন বিভাগের ডা. নূরুন্নবী চৌধুরী তুহিন বলেন  প্লাটিলেট ইনকিউবেটর মেশিনের মাধ্যমে  এফেরেসিস থেকে পাওয়া রক্ত ৪ থেকে ৫ দিন সংরক্ষণ এবং নতুন রেফ্রিজারেটরে এক সঙ্গে ৮৪ ব্যাগ রক্ত সংরক্ষণ করা যাবে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image