
নিউজ ডেস্ক: নির্বাচনকালীন সরকার কার্যকর হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মুহূর্ত থেকেই । বৃহস্পতিবার আইনমন্ত্রী আনিসুল হক সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
সংবিধানে নির্বাচনকালীন সরকারের বিষয়ে কী আছে- তা জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, ‘সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। এখন কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৪ সালেও এটা করেছেন, তার কারণ তিনি গণতন্ত্রের প্রতি শ্রদ্ধা রেখে এটা করেছেন। এখন তার ওপর নির্ভর করবে তিনি কীভাবে নির্বাচনকালীন সরকার দেবেন বা কী করবেন। আবার সংবিধান অনুযায়ী যদি আমরা বলি, যখন নির্বাচন কমিশন নির্বাচন (তফসিল) ঘোষণা করবে, সেই মুহূর্ত থেকে এই সরকার নির্বাচনকালীন সরকার।’
২০১৪ সালে মন্ত্রিসভা ছোট হয়েছিল—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আনিসুল হক বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবাইকে নিয়ে একটি নির্বাচন করার চেষ্টা করছিলেন। বিরোধী দলীয় নেতাকে প্রধানমন্ত্রী টেলিফোন করেছিলেন, কিন্তু তিনি তা ধরেননি। সে ক্ষেত্রে ২০১৮ সালেও তিনি আলোচনা করেছেন। আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি নির্বাচনে গেছেন। কিন্তু প্রতিবারই বিএনপি-জামায়াত নির্বাচন নষ্ট করার সব পদক্ষেপ নিয়েছে।’
নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে—এই প্রতিশ্রুতি দিয়ে আইনমন্ত্রী আনিসুল হক জানান, যাঁরা নির্বাচনে অংশ নিতে চান, তাঁদের স্বাগতম। কিন্তু যাঁরা অংশগ্রহণ করবেন না সেটা তাঁদের সিদ্ধান্ত। সংবিধানে বলা আছে, নির্বাচন কখন হবে।
সংবিধান অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার সুযোগ নেই দাবি করে আনিসুল হক বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একটি বিষয় আমি পরিষ্কার বলে দিতে চাই, সেটা হচ্ছে সর্বোচ্চ আদালত রায় দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাংলাদেশের সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও অবৈধ ঘোষণা করেছে। এই রায়ের পরিপ্রেক্ষিতে সংসদ পঞ্চদশ সংশোধনী পাস করেছে। এখন তত্ত্বাবধায়ক সরকারের ধারা ফিরিয়ে আনার কোনও সম্ভাবনা নেই।’
ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির শুরুর মধ্যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে। সেজন্য নভেম্বরের মাঝামাঝি সময়ে তফসিল ঘোষণার পরিকল্পনা করেছে সাংবিধানিক সংস্থাটি। কিন্তু বিরোধী দলে থাকা বিএনপিসহ সমমনা দলগুলো নির্দলীয় নির্বাচনকালীন সরকারের অধীনে নির্বাচনের দাবিতে রাজপথে আন্দোলন করছে।
অন্যদিকে ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে, বর্তমান সরকার ক্ষমতায় থাকা অবস্থাতেই নির্বাচন হবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: