• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন হবে : ইসি আনিছুর রহমান


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৫ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৫:০০ পিএম
সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন হবে
নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান

নিউজ ডেস্ক : নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান জানিয়েছেন,আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। নির্বাচনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। সংবিধান অনুযায়ী যথা সময়েই নির্বাচন অনুষ্ঠিত হবে।
 
ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শিল্পকলা একাডেমিতে বুধবার দুপুরে ভোটগ্রহণ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আগামী ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচন উপলক্ষে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।

ইসি আনিছুর রহমান বলেন, এখন পর্যন্ত দেশে নির্বাচনের পরিবেশ নেই, এমন কিছু পরিলক্ষিত হয়নি। বিভিন্ন মাধ্যমে আমরা সারাদেশেই খোঁজ-খবর রাখছি। অবাধ-সুষ্ঠু নির্বাচন করার জন্য যা যা করা প্রয়োজন, সব আমরা করব। সহসায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও উপ-নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে মতবিনিময় সভায় নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জিয়াউল হক মীর এবং জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image