• ঢাকা
  • সোমবার, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বিরামপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি পরিদর্শন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:৩৫ পিএম
বিরামপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি
পরিদর্শন করেন এডিসি দিনাজপুর সোহাগ চন্দ্র সাহ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুর বিরামপুরে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি পরিদর্শন করেন এডিসি দিনাজপুর সোহাগ চন্দ্র সাহ। ২৫ সেপ্টেম্বর দিনাজপুর বিরামপুরে গত ২৪ শে সেপ্টেম্বর সকাল আনুমানিক ১০ ঘটিকার সময় একটানা ঝড়-বৃষ্টির মাঝে দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে আবাসন প্রকল্পের ৫টি ঘর সহ মহল্লার ২৩ টি ঘর বাড়ি ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড ঘরবাড়ি বিধ্বস্ত হয় যায়। উল্লেখ্য কয়েকদিনের ভারী বৃষ্টিতে দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়ির বেশ ক্ষতি হয়েছে। 

২৫ সেপ্টেম্বর সোমবার বৈকাল ৫ ঘটিকায় সময় দিনাজপুর জেলা প্রশাসক মোঃ শাকিল আহমেদ মহোদয়ের নির্দেশে এডিসি সোহাগ চন্দ্র সাহা,ঘটনাস্থল পরিদর্শন করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্ত ঘর বাড়িগুলি নতুন ঢেউটিন স্থাপনের কাজ পরিদর্শন করেন। এসময় উপস্থিত সরকারি আবাসন প্রকল্পের ঘরে থাকা লোকজনের উদ্দেশ্যে এডিসি সোহাগ চন্দ্র সাহা বলেন, আপনাদের যেকোন সমস্যা সমাধানের জন্য আমরা প্রস্তুত রয়েছি, কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে জানাবেন আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। 

উপস্থিত ছিলেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুরাদ হোসেন, দিওড় ইউনিয়ন চেয়ারম্যান মোখলেসুর রহমান, মাসুদ রানা সহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। 

এসময় উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন বলেন,অত্র উপজেলায় কয়েকদিন থেকে ভারী বৃষ্টি বাদল সহ ঝড় হয়েছে,অত্র উপজেলার দিওড় ইউনিয়নের বাঁশবাড়িয়া সরকারি আবাসন প্রকল্পের ঘর গুলির ঢেউটিন নষ্ট হয়ে গেছে এবিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উক্ত প্রকল্পের ঘরবাড়ীর টিন গুলি নতুনভাবে স্থাপন করা হচ্ছে। 

এছাড়াও তিনি  আরো বলেন, অত্র উপজেলার সরকারি আবাসন প্রকল্পের ঘরবাড়িগুলির কোন প্রকার ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image